· pop · 1 min read
আজ ফিরে না গেলে কি নই
Song lyrics and information
আজ ফিরে না গেলে কি নই
সন্ধ্যা নামুক না জনাকি জ্বলুক না
নির্জনে বসি আরো কিছুটা সময়
কিছুটা সময়
ঘাসের আঙিনা আথো শোভা
তোমার আমার মুখ জোছনা ধোয়া
এ যেন নতুন চোখে তোমাকে চাওয়া
এ যেন নতুন করে তোমাকে পাওয়া
এ যেন নতুন পরিচয়
এমন রূপালী রাত নাই হোক ভোর
শিশির ছুঁয়ে যাক উষ্ণ অধর
এ যেন জেগে জেগে স্বপ্ন দেখা
এ যেন নীরব কোন কাব্য লেখা
এ যেন সুখের অনুনয়
Reactions