· pop  · 1 min read

আকাশ এতো মেঘলা

Song lyrics and information

আকাশ এতো মেঘলা

যেও নাকো একলা

এখনি নামবে অন্ধকার

ঝড়ের জল-তরঙ্গে

নাচবে নটি রঙ্গে

ভয় আছে পথ হারাবার

গল্প করার এইতো দিন

মেঘ কালো হোক মন রঙিন

সময় দিয়ে হৃদয়টাকে

বাঁধবো নাকো আর

আঁধারো ছায়াতে

চেয়েছি হারাতে

দু\’বাহু বাড়াতে

তোমারি কাছে

যাক না এমন এইতো বেশ

হয় যদি হোক গল্প শেষ

পূর্ন হৃদয় ভুলবে সেদিন

সময় শূন্যতার

আকাশ এতো মেঘলা

যেও নাকো একলা

এখনি নামবে অন্ধকার

ঝড়ের জল-তরঙ্গে

নাচবে নটি রঙ্গে

ভয় আছে পথ হারাবার

Reactions

Comments

    Share: