· বাংলা গান · 1 min read
আকাশ মেঘে ঢাকা
একটি মর্মস্পর্শী বাংলা গান যা বৃষ্টি ও স্মৃতির সাথে হারানো প্রেমের কথা বলে।
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
সেদিনও এই ক্ষনে
সজলও ছিলো হাওয়া
কেয়ার বনে তারো
ছিলো যে আশা যাওয়া
যুঁথির সুরভিতে
আঙ্গিনা ছিলো ভরে
এখনো সেই স্মৃতি
বুকেতে বয়ে চলি
নিজেরো সাথে আমি
নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা
সবার চেয়ে দামি
আজও তা পড়ে আছি
ভুলিনিতো কিছু আমি
এখনো বসে আছি
হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা
শাওন ধারা ঝরে
যেদিন পাশে ছিলে
সেদিন মনে পড়ে
Comments
Link copied successfully!