· বাংলা গান  · 1 min read

আকাশের সবটুকু নীল নিয়ে

একটি কাব্যিক বাংলা গান যা আকাশের নীল ও বিরহের বেদনা নিয়ে রচিত।

আকাশের সবটুকু নীল নিয়ে

চলে গেছে তুমি কতদূরে

স্বপ্ন দেখা ভুলে গেছে মন

বাজলোনাতো মগ্ন কোন সুরে।

বেদনার নীলটুকু লুকিয়ে যত

তোমাকে পেয়েছি কাছে তত

জোছনা ছুঁইয়ে গেছে প্রাণে আমার

বিশাদ বিদুর।

এইমনে শুদ্ধ মেঘ জমেছে যত

বরষা চোখে ধরে গেছে তত

রাত্রি আমার সাথী যেন

বেদনা বিদুর।

Reactions

Comments

    Share:

    Similar Song Lyrics

    View All Lyrics »

    আকাশ মেঘে ঢাকা

    একটি মর্মস্পর্শী বাংলা গান যা বৃষ্টি ও স্মৃতির সাথে হারানো প্রেমের কথা বলে।