· বাংলা গান · 1 min read
আকাশের সবটুকু নীল নিয়ে
একটি কাব্যিক বাংলা গান যা আকাশের নীল ও বিরহের বেদনা নিয়ে রচিত।
আকাশের সবটুকু নীল নিয়ে
চলে গেছে তুমি কতদূরে
স্বপ্ন দেখা ভুলে গেছে মন
বাজলোনাতো মগ্ন কোন সুরে।
বেদনার নীলটুকু লুকিয়ে যত
তোমাকে পেয়েছি কাছে তত
জোছনা ছুঁইয়ে গেছে প্রাণে আমার
বিশাদ বিদুর।
এইমনে শুদ্ধ মেঘ জমেছে যত
বরষা চোখে ধরে গেছে তত
রাত্রি আমার সাথী যেন
বেদনা বিদুর।
Reactions
Comments
Share:
Link copied successfully!