· pop · 1 min read
অনেক কেঁদেছি আমি
Song lyrics and information
অনেক কেঁদেছি আমি
তোমায় ভালোবেসে
অনেক হারিয়েছি আমি
তোমার কাছে এসে
জানিনা এর শেষ হবে যে
কোনখানে…
সাজানো সুখের ঘরে
আগুন তুমি যে দিলে
জানিনা কি সুখ
খুঁজে তুমি তাতে পেলে
আজো একা ভাবি
পাইনা খুঁজে মানে
আজো মনে উঁকি দেয়
তোমার প্রথম লেখনি
জলে ভরে ওঠে
দুটি চোখ আমার তখনি
আজো চেয়ে থাকি
ফিরে যাওয়া পথ পানে
Reactions