· pop  · 1 min read

অন্তবিহীন পথ চলাই জীবন

Song lyrics and information

অন্তবিহীন পথ চলাই জীবন

শুধু জীবনের কথা বলাই জীবন।

জীবন প্রসব করে চলাই জীবন,

শুধু যোগ বিয়োগের খেলাই জীবন।

শুধু সূর্যের পানে দেখাই জীবন,

জীবনকে ভোগ করে একাই জীবন,

একই কক্ষ্যপথে ঘোরাই জীবন,

স্বপনের সমাধি খোড়াই জীবন,

মনের গোপন ঘরে, যে শাপদ ঘর করে,

তাকেই লালন করে চলাই জীবন।

ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন,

রাম, ইসলাম আর যিশুরা জীবন,

অষুধের বিষপান করাই জীবন,

চিকিত্ সাহীন হয়ে মরাই জীবন।

যে মেয়েটা রোজ রাতে, বদলায় হাতে হাতে,

তার অভিশাপ নিয়ে চলাই জীবন।

প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন,

লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন,

স্বপ্নে বেচা কেনা করাই জীবন,

দেয়ালে ঠেকলে পিঠ লড়া ই জীবন,

প্রতিদিন ঘরে ফিরে, অনেক হিসেব করে,

\’এ জীবন চাই না\’, তা বলাই জীবন।

Reactions

Comments

    Share: